Background:

My Dearest Mayaboti,

I am very Lucky, Having you💝My love for you knows no bounds😘

আমাদের পথচলা

ভালোবাসার প্রতিটি ধাপ

প্রথম দেখা: Unknown

আমি দাড়িয়ে ছিলাম, তুমি সামনে দিয়ে হেঁটে গিয়েছিলা(College)

Proposal Day: 12-15 July

তোমাকে প্রথম বার মুখ ফুটে বলেছিলাম "আমি তোমাকে ভালোবাসি💌"

Love Day: 25 July

তুমি প্রথম বার বলেছিলা "আমিও তোমাকে ভালোবাসি😘"

Video Call: 3 August

অনেক ইতিহাস ভঙ্গ করে অবশেষে আমার সামনে অর্থাৎ ভিডিও কলে এসেছিলা

First Meet: 10 August

সকল ভয়,ভীতি ভঙ্গ করে, ৩য় বিশ্বযুদ্ধ জয় করে আপনি আমার সাথে দেখা করতে এসেছিলেন

Birthday: 16 August

অনেক বছর আগে আজকের এই দিনে মায়াবতী পৃথিবীতে এসেছিলেন

Ring:18 August

তোমার জন্মদিনের উপহার হিসেবে তোমাকে সারাজীবনের জন্য নিজের করে নেওয়ার জন্য তোমাকে রিং পড়িয়েছিলাম

Marriage: Unknown

As soon as possible,Inshallah🤲

College এর অর্ধবার্ষিক পরীক্ষা 📚।সিলেবাস নিয়ে সবাই চিন্তিত 😰, তখন সিলেবাস নিয়ে তার সাথে আমার প্রথম কথা হয় Facebook এর কমেন্ট বক্সে । সে খুব বুদ্ধিমতী আর ভালো ছাত্রীও । তো পড়াশোনা নিয়ে পরিচয় হবে — এটাই স্বাভাবিক 🥱 তারপর সে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় এবং আমার সাথে বন্ধুত্ব করে 💛 সেই বন্ধুত্বটা যে কখন ভালো লাগায় পরিণত হয়, তা বুঝতেই পারিনি, তারপর ভালোবাসা ❤️ যদিও তার দিক থেকে ছিল কেবল বন্ধুত্ব , কিন্তু আমি তাকে প্রথম দেখায়ই তার মায়ায় পড়ে যাই 🫣 আস্তে আস্তে ভালো লাগা, দুজনের কথা বলার অভ্যাস😘 তারপর ভালোবাসা 💕

Rose

যদিও এত সহজ ছিল না তাকে পাওয়া, বলতে গেলে যুদ্ধ জয় করার মতো কিছু🤭বলতে গেলে সে আকাশের চাঁদ 🌙সে খুব নম্র, ভদ্র আর সত্যিই খুব ভালো এবং বাবা মায়ের খুব আদরের একটা মেয়ে 👸 তার মতো একজনকে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার 😍 সে ভালোবাসার মানে বুঝতো না, কিন্তু এখন সে আমাকে ভালোবাসা শিখায় 🙄 তার ভালোবাসার মূল কারণ ছিল — সে আমার সাথে কথা না বলে থাকতে পারতো না ☺ এখন অবশ্য এমন অভ্যাস নাই — এখন কথা বলার বেশি হয়ে গেছে 😅, তাই এখন কথা না বলে বসে থাকতে পারে 😶‍🌫️ ভালোবাসা বাড়ছে ❤️ কিন্তু কথা বলার অভ্যাস কমছে 🙃 হয়তো আমার দোষও আছে এর পেছনে 🥹

আমাদের শুরুর ইতিহাসটা অনেক কঠিন , চিন্তাময় , বিস্ময়কর, কিছুটা রোমাঞ্চকর । পুরো বাচ্চা একটা মেয়ে, এখন আমার সাথে থেকে অবশ্য অনেকটা বড় হয়েছে🥱 সে যে আমাকে পছন্দ করে — এটা বুঝতেই মাস পার হয়ে যায় । তারপরেও শুরুটা এই রকম:

আমাদের সম্পর্ক কেমন হবে❓
আমাদের ফ্যামিলি ব্যাপারটা কেমন ভাবে নেবে❓
আমি তাকে কেমন ভালোবাসবো❓
সে সবকিছু তদন্ত, বিশ্লেষণ করে তারপর আমার সাথে সম্পর্কে আসে 😔
যতই হোক বুদ্ধিমতী মেয়ে বলে কথা


তাকে নিয়ে লেখা আমার ছন্দহীন একটি কবিতা-

মায়াবতী
আকাশের চাঁদ কি মায়া মাখা
তার চেয়েও মায়াবতী তুমি
তোমার মায়ায় মুগ্ধ বলে
ভালো বাসি আমি

ভালোবাসার যদি রং হতো
তবে সেই রঙে রাঙিয়ে দিতাম ,
ভালোবাসার যদি চাদর হতো
সেই চাদরে লুকায় রাখতাম তোমায়



তার সাথে আমার ১২ থেকে ১৫ তারিখ পর্যন্ত শুধু আমাদের মধ্যে পৃথিবীর তৃতীয় বিশ্বযুদ্ধ চলমান থাকে 🫠পরবর্তী ২৫ তারিখ পর্যন্ত যুদ্ধ বিরত থাকে🙅‍♂️অবশেষে ২৫ তারিখে শান্তিপূর্ণ মীমাংসা হয় এবং দুইজন একত্রিত হয়ে যাই 🤝 সবার কাছে স্বাভাবিক লাগলেও বিষয়টা আমার কাছে তৃতীয় বিশ্বযুদ্ধের থেকে কম কিছু ছিল না 🤭 অবশেষে তাকে পাওয়ার পর আমার মনে হয়েছে আমি তৃতীয় বিশ্ব যুদ্ধে বিজয় অর্জন করেছি 😊

তার একটা ছবি দেখতে আমাকে যে পরিমাণ কষ্ট করা লাগছে তা দিয়ে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ বিজয় লাভ করা যাইতো 🤣 তার কন্ঠ শোনা ছিল স্বপ্নের মত, যদিও জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ থাকার কারণে তেমন পরিশ্রম করা লাগেনি😊 ভাই ভয়েস কলে কথা বলা ছাড়া কোন উপায় ছিল না😚 কিন্তু সাথে তার সাথে ভিডিও কলে কথা বলা ছিল আর এক যুদ্ধ🤭 এটা অবশ্য ৩ আগস্ট বাংলাদেশ স্বাধীনতা অর্জনের আগেই আমি অর্জন করে ফেলেছি 😇তার সাথে আমার প্রথম দেখা হয় ১০ই আগস্ট শনিবার । অনেক কাহিনীর পর, অবশেষে সামনা সামনি তার সাথে আমার দেখা হয় । দিনটি ছিল আমার কাছে ঈদের দিনের মতো😍 ঐদিন তার হাত ধরেছিলাম, আজও তার হাত ধরে আছি, আর সারাজীবন তার হাত ধরেই থাকবো ইনশাআল্লাহ🥰

তুমি শুধু ভালোবাসো না
তুমি হয়ে উঠেছো বেঁচে থাকার কারণ🥰
তোমার স্পর্শে আমি শান্ত😊
তুমি হীনা আমি অগোছালো,
তুমি আমার প্রথম এবং শেষ ভালো বাসা🥰



তুমি আমার সেই ভালোবাসা, যাকে নিয়ে আমার লেখা কখনো শেষ হবে না । আমি শেষ করতেও চাই না কোনদিন.....

আমাদের ছবি

আমাদের কিছু স্মরণীয় মুহূর্ত

কোনো সমস্যা হয়েছে তাই দেখাচ্ছে না😓
প্রথম দিনের স্মৃতি
কোনো সমস্যা হয়েছে তাই দেখাচ্ছে না😓
৩ ফুল একসাথে
কোনো সমস্যা হয়েছে তাই দেখাচ্ছে না😓
বাবা মার পর ৩য় বিশ্বাসযোগ্য হাত
কোনো সমস্যা হয়েছে তাই দেখাচ্ছে না😓
বাবা মার পর ৩য় বিশ্বাসযোগ্য হাত
কোনো সমস্যা হয়েছে তাই দেখাচ্ছে না😓
বাবা মার পর ৩য় বিশ্বাসযোগ্য হাত
কোনো সমস্যা হয়েছে তাই দেখাচ্ছে না😓
একসাথে কাটানো মুহূর্ত

Some Lines for you
Mayaboti

আসলে কথাটা এমন না যে তোমাকে ছাড়া আমি বাচবো না
তুমি যে আমার অক্সিজেন ব্যাপারটা এমনও না
আসলে ব্যাপারটা এমন যে অনেক সুন্দর কল্পনা আছে
তোমাকে নিয়ে তুমি থাকলে জীবনটা আরো সুন্দর হবে
তুমি থাকলে কল্পনাগুলো বাস্তবে রূপ নেবে
তোমার চোখের গভীরতায় হারাই আমি রোজ,
আমার সকল কবিতার তুমিই প্রথম খোঁজ।
তোমার নামে লেখা আমার প্রতিটি ছন্দ,
তোমার ভালোবাসায় আমার জীবনের সব বন্ধ।
আসলে কথাটা এমন না যে তোমাকে ছাড়া আমি বাচবো না
তুমি যে আমার অক্সিজেন ব্যাপারটা এমনও না
আসলে ব্যাপারটা এমন যে অনেক সুন্দর কল্পনা আছে
তোমাকে নিয়ে তুমি থাকলে জীবনটা আরো সুন্দর হবে
তুমি থাকলে কল্পনাগুলো বাস্তবে রূপ নেবে💫❤️
তোমাকে ভালোবেসে
আমি একজন উদাহরণ দেওয়ার মতো মানুষ হতে চাই
যেন যে কেউ তোমাকে দেখিয়ে
আমাদের ভালোবাসার কথা বলে যায়💖🌹
প্রিয় মানুষটির সাথে সময় কাটানোর
মতো সুখ বোধহয় পৃথিবীতে আর কিছু নেই😊💕
আমি আছি তোমার অস্তিত্বে মিশে
চোখ দিয়ে নই মন দিয়ে খোজো,
মস্তিষ্কে নই হৃদয়ে অনুভব করো,
Believe me ঠিকই খুজে পাবে হার্টবিট.!!💓✨
কবে শেষ হবে
তোমাকে পাওয়ার
এই অপেক্ষার প্রহর..!!⏳💭
আমি ছিলাম,
আমি আছিআমি থাকবো,
শুধু তোমারই জন্য🌺💕
আমি সত্যিই খুব ভাগ্যবান যে..!!
তোমার মতো একজনকে পেয়েছি..!!💞
সবাই তো খুশি চায় আর আমি প্রতিটা
খুশিতে তোমাকেই চাই 💝😊
সত্যিকারের ভালোবাসা হলো এমন এক আশ্রয়,
খানে নিজেকে নির্ভয়ে প্রকাশ করা যায়,
কারণ সেখানে বিচার নেই, কেবল গ্রহণযোগ্যতা আছে🤗❤️
ভালোবাসা মানে কেবল সুখের সময় নয়,
দুঃখের সময়ও পাশে থেকে ভালোবাসা🥰
তোমার হাত আমি কিছু সময়ের সুখের জন্য ধরি নি,
এই হাত ধরে আমি যুগ যুগ বেঁচে থাকতে চাই🥰❤️
যে ভালোবাসা যত গোপন, সেই ভালোবাসা তত গভীর🥰😘
এক আকাশ শূন্যতার মাঝে তুমি এক পূর্ণতার ছায়া
হাজার হাজার মানুষের ভিতরে তুমি এক অদ্ভুত মায়া💫
তুমি আমার কাছে শুধু ভালোবাসা নও,
তুমি আমার ভরসার নাম💖
প্রিয় তুমি কি আমার জীবনের সেই গল্প হবে?
যেই গল্পের শুরু থাকবে
কিন্তু কোনো শেষ থাকবে না😘🥰📖
তোমাকে ভালো না বাসলে
আমি হয়তো কখনো ভালোবাসার অনুভূতি
কি সেটা বুঝতেই পারতাম না🥰🫣
আমি জানি না প্রিয়,
তোমাকে কত উপায়ে ভালোবাসলে,
কত উপায়ে তোমাকে আমার করে চাইলে
আল্লাহ তোমাকে আমার করে দেবেন❤️💗🌺
ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন,
তুমি আসলে দুজন মিলে সাজাবো জীবন💗
স্বপ্ন বুক ভরা আশা আরচোখ ভরা ,
তুমি বন্ধু আসলে দেবো আমার সব ভালোবাসা😘🌸
Think: আমি আর তুমি..❤️
যদি ওপর আল্লাহ আমাদের মনে সাজানো dreams approve করে দেয় !!😍
জানি পাওয়া না-পাওয়া
ভাগ্যের উপর নির্ভর
তবুও বলতে চাই বারবার
তুমি শুধু একান্তই আমার🥰💞
জীবনে সেই মানুষকে কখনই ভুলতে নেই
যে তোমার পকেট খালির সময় গুলোতে ,
তোমার পাশে ছিল যেমন তুমি❤️🤗
তোমার একজোড়া চোখের বর্ণনায়
গোটা এক উপন্যাস লেখা সম্ভব..!🖤🥀
তুমি শুধু ভালোবাসা নও, তুমি আমার জীবন গল্পের প্রতিটি পৃষ্ঠার একটি অংশ🥰
প্রতিদিনই তোমাকে নতুন করে ভালোবাসি, আগের দিনের থেকেও গভীরভাবে❤️🔥
তোমার পাশে থাকলে মনে হয়, এ সময় কখনো না ফুরাক!⏳💫
তোমায় হারাতে ভয় পাই, কারণ তুমি শুধু আমার প্রিয় মানুষ না, পথ চলার সঙ্গী, বেঁচে থাকার অণুপ্রেরণা❤️
তুমি আমার জীবনের সেই গল্প, যেটা আমি বারবার পড়তে চাই… কখনও শেষ না হোক চাওয়াটা❤️
তোমাকে হারানোর ভয়টাই আমার সবচেয়ে বড় সাহস—কারণ এই ভয় আমাকে তোমার হাত শক্ত করে ধরতে শেখায়❤️
আমি চাই না তুমি আমার পৃথিবী হও, আমি চাই আমরা দু’জন মিলে পৃথিবী বানাই🌍🤝
ভালোবাসা মানে শুধু অনুভূতি নয়, এটা প্রতিদিনের একসাথে থাকার সিদ্ধান্ত❤️🤗
তোমার সাথে আমার গল্পের শুরুটা আমি নিজে লিখেছি, কিন্তু শেষটা শুধু আল্লাহ জানেন—আমি চাই সেটা না আসুক❤️
তোমার হাসি আমার জন্য সূর্যের মতো—যতই মেঘ জমুক, সেটা আমার দিনকে আলোকিত করে দেয়☀️😊
তুমি আছো বলেই নীরবতাও আমার কাছে সুর হয়ে বাজে🎶❤️
চোখে তাকিয়ে যে মায়া পাওয়া যায়, তা কোনো বইয়ের হাজারো শব্দেও নেই👀💖
তোমার হাতের উষ্ণতা যেন শীতের সকালে প্রথম রোদ—নরম, শান্ত আর নিরাপদ❤️
ক্যালেন্ডারের তারিখ বদলায়, কিন্তু তোমার জন্য অপেক্ষার অনুভূতি বদলায় না💞
প্রতিটি সকাল আমাকে বলে—"আরেকটা দিন গেল, তবুও তুমি আসোনি!"😔
তোমার পদচারণার শব্দ শোনার জন্য আমার হৃদয় সারাক্ষণ দরজার দিকে তাকিয়ে থাকে❤️
তুমি কি জাদুকর? কারণ তোমার একটুকরো হাসি দেখলেই আমার মন বদলে যায়😊
যদি ভালোবাসা অপরাধ হতো, তবে আমি খুশি মনেই আজীবন সাজা খাটতাম।❤️‍🔥
তুমি যদি আকাশ হও, আমি হবো মেঘ—তোমার কাছেই ভেসে বেড়াবো ।
তোমাকে বিরক্ত করা আমার শখ, আর তোমার রাগ ভাঙানো আমার নেশা😊
আমি চাই, তোমার সব সকাল তোমার হাসি মাখা মুখে শুরু হোক😊
আমি চাই, আমার সব সকাল তোমার হাসিমাখা মুখ দেখে শুরু হোক😊
তোমার এক ফোঁটা মন খারাপ আমার পুরো দিনটা এলোমেলো করে দেয়😔
তোমার জন্য আমি প্রতিদিন নতুন করে বাঁচতে শিখি❤️
তোমাকে ভাবলেই আমার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে😊

আমার চিঠি

চিঠি লোড হচ্ছে...

মায়াবতী তোমার ইচ্ছাগুলো আমাকে জানাও

তোমার যেকোনো কথা, অনুভূতি, স্বপ্ন, ইচ্ছা, চাওয়া গুলো আমাকে বলো